কথা বলবেন না
যুক্তি শোনাবেন না
প্রতিবাদ করবেন না
কমপ্লিট সাইলেন্স
মিউট ইয়োরসেল্ফ ।

আগুনে ঝাঁপ দিতে বললে দেবেন
বৃষ্টিতে পাহাড়ে নগ্ন নৃত্য করতে বললে
খ্যামটা নাচবেন
বানের জলে ভেসে গেলেও
রাষ্ট্রকে "বাঁচাও" বলে বিরক্ত করবেন না
জনদরদী টাইটেল নেয়া নেতারা চাইলে
অতি আদব ও কৃতজ্ঞতার সহিত
সর্বস্ব সহি করে দিয়ে দেবেন
"কেনো" জিজ্ঞেস করবেন না
"হারামজাদা" শব্দটি
মনে মনেও উচ্চারণ করবেন না
মিউট ইয়োরসেল্ফ ।

নিয়োগপত্রে কী লেখা আছে
মনে রাখবেন
যা বলবে মাথা নত করে মানবেন
রাষ্ট্র শাসনে যারা থাকে
তাদের ক্ষমতার দুই পদযুগলে
মাননীয় মাননীয় বোলে মাথা ঠুকবেন
পা পশ্চাৎ চেটে দেবেন বাধ্য কুকুরের মতো
ঘেউ ঘেউ করবেন না
টু শব্দ করবেন না
মিউট ইয়োরসেল্ফ ।

পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে
জীপে উঠতে বললে উঠে যাবেন
মুক্তিপণ মুচলেকা দেবেন
ক্ষমতাসীনের সান্ত্রীরা যতই পেটাক
গুলি করে মেরে ফেলুক
বোবা থাকবেন
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ! বিচার চাই !
সভা সমাবেশ মিছিল
অমূলক এসব কর্মকান্ডে লিপ্ত হবেন না
অযথা গুম হবার সাহস দেখাবেন না  
বিরোধী দল বলে কিছু আছে
এ কথা কল্পনাও করবেন না
রাজনৈতিক মাস্তান চাঁদা চাইলে
ভাইজান বলে গালে চুমু খেয়ে দিয়ে দেবেন
ঘুষ দেবেন নির্দ্বিধায় সরকারি কর্মকর্তাকে
নিজের শালা দুলাভাই মনে করে
নিত্য দ্রব্যের সিন্ডিকেটের মহারাজদের দেখলে
জাঁহাপনা বোলে কুর্ণিশ করবেন
কসাইয়ের মতো ডাক্তারদের
দেবতা জ্ঞানে সাষ্টাঙ্গে করবেন প্রণাম
আদালতকে কখনো বেয়াদপের মতো
প্রশ্ন করবেন না
মিউট ইয়োরসেল্ফ ।

ধর্ষিতার পক্ষে কথা বলবেন না
নারীকে ধর্মের শেকলে রাখবেন অন্তরীণ
ধর্ম ব্যবসাকে দেবেন
ধর্ম গ্রন্থের মতো সমর্থন  
রাষ্ট্র শাসনের ধামাচাপা ইতিহাস
খুঁড়তে যাবেন না
অযথা বিপদ ডেকে আনবেন না
রাষ্ট্রের সিদ্ধান্ত নীতিমালা
বৈরী অনৈতিক মনে হলেও
চুপ থাকবেন
কোনো নীতি কথা কপচাবেন না
রাষ্ট্র বিরোধী কবিতা লিখবেন না
অযথা ধমক খাবেন না
জেলে যাবেন না
মিউট ইয়োরসেল্ফ ।

আপনারা আমজনতা "ম্যাঙ্গো পিপল"
অর্থাৎ চোব্য চোষ্য লেহ
আপনাদের ভক্ষণ করা সময়
কোনো কষ্টের ধ্বনি করবেন না
থুতু ছেটাবেন না
অযথা বিদ্রোহী হয়ে উঠবেন না
মিউট ইয়োরসেল্ফ ।

(০৯.০৯.২০২২)