আগাছার মতন অনাকাঙ্খিত
উদ্ভিদের মূল উৎপাটনে
শপথে সফল যেমন
এ বাংলার তাবৎ কৃষানী.....

ঠিক তেমনি, আমার অনুরাগ
প্রেম ও ভালোবাসার মূল
টেনে উৎপাটনে তোমাকেই
চুড়ান্ত সুদক্ষ ও নির্দয় বোলে মানি।

(১০.০৪.২০২৩)