তুল তুলে প্রেম কথা
হলে তুমি ঠিক ।
যদি লেখো অধিকার
তবে তুমি ধিক্ ।

গা বাঁচিয়ে গান করে
এই দল কাঠ ।
নেই কোনো বিবেকের
এই দলে পাঠ ।

আগাছার মতো ছাপে
বিলাসের লেখা ।
কথা হলে জনতার
মুখ তার বাঁকা ।

শিঁড়দাড়া ছাড়া এই
মুখবই দল ।
নেতাদেরই মতো তারা
ক্ষমতার খল ।

(০৩.০৯.২০২৪)