বেঁচে ছিলাম কিছুকাল কবিতার নিঃশ্বাসে,
মানুষের মতো তবে কবিতার বিশ্বাসে ।
মনে হতো বেঁচে আছি কবিতাই লিখে লিখে,
হোক দন্ডিত কবি তবু ক্ষমা কোরো কবিতাকে ।

কিছু ভালোবেসেছিল বহুলাংশ ছিল বিরূপ,
কখনো বুঝিনি কোনটি কবিতার সর্বশ্রেষ্ঠ রূপ ।
তবু নির্লজ্জ লিখে গেছি মেখে শরীরে অস্বীকৃতি,
এমনকি খুন করে কবিতা
                    প্রেমিকাও দিয়েছিল নিষ্কৃতি।

কোনো কবিতা পায়নি পরিচয় ছাপার অক্ষরে,
তবু ছিলাম যেন ভূতগ্রস্ত কবিতার হাহাকারে ।
ঈশ্বরের ঘৃণার মতো ছিল কবি না হবার কষ্ট,
তবু লিখেছি কবিতা
                 মহাকাল দেখেছে তা খুব স্পষ্ট।

বেঁচে ছিলাম কিছুকাল কবিতার কন্ঠস্বরে,
যদি হয়, তবে মৃত্যু বোলে কিছুই নেই
                         কবিতার অনঙ্গ শরীরে ।

(২৫.০৬.২০২৪)