কোনো এক সময়ে অনেক বৈশাখী দিনে
ছিলাম এ শহরে এক প্রতীক্ষমান তরুণ ।
ভাবতাম ঐসব বৈশাখের দিনে
প্রচন্ড ঝড়ের জল ভেজা বাতাসের সাথে
থাকবে মিশে কোনো এক মেয়ের গল্প ।
বৈশাখী ঝড়ের মতো জীবন আবেগে
যে মেয়ে থাকবে দাঁড়িয়ে প্রেমে
মায়াময় দৃঢ় বৃক্ষের মতো।

আজকের বৈশাখে আজো সে তরুণ
নিবিড় মিশে আছে এই বয়স্ক বুকে
প্রেমহীন মৃত অনেক গল্পের মাঝে।

(১৪.০৪.২০২৩)

*সবাইকে শুভ নববর্ষ ।🍀