এই মনে যে তোমারই মৌনতার খেলা
ভাসিয়ে রাখে বিষাদে ভরা মেঘের মেলা
তুমি সুখে আছো আঁকো তার আলপনা
আর ভেবো না আমি ভেঙেছি প্রার্থনা ।

তুমি পেরেছো, করেছো অপরাধী,
তবু হৃদয়ে প্রতিদিনই কবিতা তুমি
এই মৌনতায় তবু কথা বলে ভালোবাসা
আর ভেবো না কথা আর বোলো না ।

আমাকে ডেকে নিয়ে যায় দখিনের ঐ হাওয়া
বলে তুমি কাছে আর যেও না ।
আমাকে ডেকে বলে শহরের এই সন্ধ্যা
ভুলে যাও, কেনো তুমি ভুলছো না ?

(০৯.০৩.২০২৫)

(** নতুন গানের কথা তথা গীতিকবিতা ধর্তব্য, ব্যান্ড সঙ্গীত আমেজে আমার ইউটিউব চ্যানেলে আমার সুর ও কন্ঠসহ প্রকাশিত।)