সবুজ বাংলায় মরুদের জন্তু
তৈরীর কারখানা বাড়লো কিন্তু
কেউ কিছু বলেনি, বলেছে থাক
আজ তাই বাংলায় উগ্রের হাঁক ।
এরা সব শংকর নয় বাঙালি
শস্য-শ্যামল হবে পাথর আর বালি ।
দিনে দিনে বেড়ে গেলো এইসব মরু
বাঙালিরা কাঁদে আজ হয়ে গাধা গরু ।
স্রষ্টা যা বলেনি তাও তারা বলে
এভাবে উগ্রের ব্যবসাটা চলে
একদিন অন্ধরা ক্ষমতায় যাবে
বাংলার সংস্কৃতি একে একে খাবে ।
বাংলার কবিতা এ বাংলার গান
মুছে দেবে এইসব মরু শয়তান ।
মুজিবুর বলো বা রবীন্দ্রনাথ
বাঙালির ইতিহাস সব নাকি বাদ !
একটু ভাবিস রে মরুদের জন্তু,
বাঙালিরা বেঁচে আজো বাংলায় কিন্তু....।
মাথাটা নোয়াবার নয় কিন্তু...।
(১১.০৯.২০২৪)