যে প্রার্থনায় আসে না উত্তর,
কাঁদে যে তারা এ বুকের ভেতর।
শুকোয় না জলাভূমি যে বিশ্বাসে
বরঞ্চ কী যে এক পরীক্ষার সুখে !
বেশি করে আরো ভাসাতে থাকে
এই জীবন প্রান্তর।
তবে অযথা সে জলের মাঝে
কেনো আর ডুবিয়ে রাখি
মনান্তরে উদাস এ অন্তর।
(২৪.০৫.২০২৩)