মোনা, তুমি যেও না ।
যেখানে আছে দুঃখ পাতা, কষ্টের ঠিকানা ।
মোনা, তুমি হেঁটো না ।
একা একা এই শহরে, আনমনা, উনমনা ।

তার বদলে কাশেরও ফুলের আদর তুমি নাও ।
সর্ষে ক্ষেতের হলুদ সুখে নিজেকে জড়াও ।
তার বদলে সমুদ্র শহরে বেড়িয়ে তুমি আসো ।
নীলাম্বরী শাড়ি পরে অপরূপ সাজো ।

মোনা, স্বপ্ন দেখাে না ।
কষ্ট মাখা স্বপ্ন নীলে আর তুমি ভেসো না ।
মোনা, তুমি বোলো না ।
সেই যে একজন, ছিল তখন, তোমার একজনা ।

তার বদলে ছড়াও ডানা আকাশের নীলে ।
মেঘের রাজ্যে দাও বলে দাও, ভালোবাসা দিলে ।
তার বদলে আমারই হাতে তুলে দাও হৃদয় ।
রাতের জমিনে মৌন শপথে কাটাও দ্বিধা-ভয় ।

রাতের প্রহরে চাঁদের আলােতে ঘুমিয়ে পড়ো তুমি ।
এই যে আমি, আসছি আমি, আর কিছু পথ বাকি ।

মোনা, তুমি জানো না।
কতটা তোমায় ভালোবেসেছি, কখনো জানবে না।

(২৫.১১.২০১৬)