মন কী যে চায় ?
একটি গোলাপ হাতে নিতে চায়
তোমার মতো ।
গন্ধ শুকে বিরহী উদাস চোখে
এই একটি মাত্র জীবন
শুধু সুখে পার করে দিতে চায় ।
বাতাস আর বাতাস
ভুবন জুড়ে বাতাস ;
একটি সাদা মেঘের নীল আকাশ
দুলছে শুধু কাশ, সবুজ পাতারা
খোলা জানালায় উড়ছে পর্দা
বৃষ্টিরা শুধু ঝরছে ;
চাঁদ মেঘের সাথে লুকোচুরি খেলছে;
তেমন একটি পৃথিবী দেখতে দেখতে,
সময়ের স্রোতে ভেসে ভেসে
তোমার সাথে সূর্যাস্তে যেতে চায় ।
একটি রাঙা ঠোঁটের সাদা কবুতর
হাতে নিতে চায় ;
তোমার বিষয়ে বার্তা
তার ডানায় বেঁধে কৃতজ্ঞ এক চিরকুট
ঈশ্বরের মতো কারো কাছে পাঠাতে চায়।
(২৩.০৯.২০২২)