মোমবাতির ঐ রাঙা আলোয় সেই রাতে তার মুখ
যেন কোমল স্বর্গ দেবী যেন স্বর্গ সুখ
অগ্নি আলোয় ত্বকের চ্ছটা অপার মুগ্ধ ক্ষণ
হঠাৎ আমায় স্পর্শ করে দেবীর শুভ্র মন
পাপগুলো সব মুছে নিল বললো দেবীর চোখ
মোমবাতির এই রাঙা আলোয় প্রেমের শপথ হোক।
২৬/১০/২০২২