আমরা যখন সত্তায় শিহরন তোলা
অনুপ্রেরণার বাণী পড়ি।
পড়তে পড়তে ঐ মুহূর্তে অনুভব করি
যেন ঘটে গেছে আমাদের মাঝে বিবর্তন ।
শপথের ঝুঁটি ধরে বলে উঠে মন,
ঠিক এই ক্ষণ,
ঠিক এই ক্ষণ থেকে আমি এরকম হবো।
শুধু ভুলে যাই, অতো সহজ তো নয়,
যেন দরজা খুলে দাঁড়ালেই
মজ্জাগত আমাদের চারিত্রিক জানোয়ারকে
হঠাৎই তাড়িয়ে দেবো।
(০৯.১১.২০২৩)
** আমার মূল ইংরেজী কবিতা: Beast of our character ingrained।
When we read inspirational words,
inspirational story,
right inside of that moment,
we feel we are transformed.
And our mind takes the oath
to be just like that.
But we forget, how hard in fact,
the minute we step outside the door,
to suddenly oust and reject
the beast of our character ingrained.
Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2023