(১)
তুমি জলে ভাসা পদ্ম
আমি ব্যথা ভরাট কন্দর।
তুমি পুরুষের
অনির্বাণ অনুরাগ খাদ্য
আমি রমণী পদচিহ্নহীন বন্দর।
(২)
নিরালা পাহাড়পুর
অরণ্যের দিনরাত্রীর মতো বাংলো।
সাঁওতাল কৃষ্ণ রমণীর মতো
মহুয়া মাতাল আদিম সিদ্ধান্ত ।
খেলারাম খেলে যাওয়া জগতের
নারীর উপমা মুখে তুলে তুলে
শরৎ এর নায়কের মতো
কেউ আজ দাহ নিভিয়ে নিভিয়ে
হয়ে গেছে ভয়ঙ্কর শান্ত ।
(০৬.০৫.২০২৩)
(২৯.০৫.২০২৩)