খন্ডিত করো নি মহান
খন্ডিত করেছো এ সবুজ মায়ের মস্তক।
ক্ষত বিক্ষত করো নি মহান চিত্র
লঙ্ঘন করেছো মহাকাল, শ্রদ্ধার সুর সপ্তক।
অগ্নিদগ্ধ করো নি মহান স্মৃতি
আগুনে পুড়িয়েছো তোমারই পরিচয়।
নরক উন্মত্ত যতই নিশ্চিহ্ন করো ঐ মহান
তত বেশী হবেন তিনি ইতিহাসে চির অক্ষয়।
কুলাঙ্গার রাজনীতির বিভেদে অভিশপ্ত এই দেশ,
চিন্তা-চেতনায় ইতরেরা বোঝেনি, বুঝবে না কখনোই
ঐ মহান মানেই বাংলাদেশ।
(০৭.০৮.২০২৪)
*** কবি ইমামুল ইসলাম মুরাদ -এর কবিতা 'বিনম্র শ্রদ্ধা' এর প্রতি ভালোবাসা এবং মুগ্ধতায়। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে এই চরম জ্ঞানহীন অসম্মান প্রদর্শনে ব্যথিত হয়ে লেখা কবিতাটি, একজন তরুণ কবি এবং এই কবিতা আসরের কবি হিসেবে লেখা একটি শ্রেষ্ঠ গদ্য কবিতা আমার মতে। সাধুবাদ, এমন কবিত্ব দক্ষতা প্রদর্শনে কবি ইমামুল ইসলাম মুরাদ ।