সে কথা বলে শত উজ্জ্বল নক্ষত্রদের সাথে;
ঐ আলোকের ভীড়ে
একটি ম্লান নক্ষত্র নিজেকে আড়াল করে রাখে
আঙুলে ধরে কিছু গোলাপের মতো অভিমান,
ম্লান নক্ষত্রটি চায়, সে কথা বলুক শুধু তার সাথে।

অথচ নক্ষত্রটি জানে না কি কথা বলে যোগ্য হবে
সে বিদুষী মিষ্টি অনন্যার
তার যে নেই কোনো বুদ্ধিবৃত্তিক ঠিকানা
নেই উজ্জ্বল নক্ষত্রদের মতো পান্ডিত্যের সমৃদ্ধ ঘর।

একটি ঐশ্বর্যময় শৈল্পিক পথে,
সে অনন্যা যে চলে গেছে অনেক দূরে;
সে কি আর তাকাবে পেছন ফিরে
আসবে কি আর ম্লান নক্ষত্রটির সামান্য কথার
অনুরাগ মাখা অর্থহীন ভাঙা পথে ?

যে বিদুষী গড়ে এমন অসামান্য শৈল্পিকতার পথ,
সে কেনো তা আসবে ছেড়ে,
কোনো অযোগ্যের অযাচিত কাঙাল অনুরাগে ?

(১৮.০৬.২০২২)