মেয়েটি যেভাবে কথা বলে,
যেন একটি মিষ্টি পাখি দুখী সুরে গাইছে।
যেন সে খুব ক্ষমাপ্রার্থী
আমাদের সম্মুখীন সমস্যাগুলোর জন্যে।
তার লজ্জাযুক্ত মুখ
লাল টুকটুকে আপেলের মতো হয়ে ওঠে,
দোষ তার নয়,
তবু মন্দিরে প্রার্থনা করার মতোন
সে যেন ক্ষমা চাইছে।
ভার তার নয়,
তবু বাধ্য হয়ে সে বহন করে সমাধানের জন্যে।
তার কন্ঠস্বরের ধ্বনি হৃদয়কে ব্যথিত করে
আর হাত ছুটে যেতে চায় তার দিকে
গভীরতম আদরে।
মেয়েটি খুব চেষ্টা করে
দমিয়ে রাখতে তার মানসিক চাপ
এবং গ্রহণ করে নেয় যত অভিযোগ তার কাঁধে।
অপরাধী নয়, তবু ভুলগুলোর মাঝে,
বিব্রত বোধে তার মিষ্টি হাসি,
আমাদের ফাঁদ
ও খাঁচাবন্দী করার যত ফন্দি থেকে
তাকে ছোট্ট পাখির মতো উদ্ধারের
ইচ্ছে সৃষ্টি করে।
দ্বীধা জড়ানো নিঃশব্দ পায়ে
যেন বৃক্ষের একটি পাতাও
বিরক্ত না হয়ে ওঠে, ঠিক তেমনভাবে,
সে এসে দাঁড়াবে তোমার সম্মুখে।
মহা অশনির মাঝে পড়ে গিয়েও সেই মেয়ে,
বড় কুণ্ঠিত, বড় আত্মসমর্পিত এক ভঙ্গিতে
যেন জানাবে তার প্রার্থনা।
মায়া জলে তোলপাড় করে উঠবে
একটি সমুদ্র তোমার মাঝে,
মুহূর্তে তাকে করে দিতে ইচ্ছে করবে,
সূর্য না ডোবা কোনো রাজ্যের
জেদী আর আহ্লাদী এক রাজকন্যা।
কিন্তু তুমি ব্যর্থ হও এবং অসহায় শুনতে পাও
তোমার হৃদয়ের ভাঙন....
যখন দেখো মেয়েটির সুন্দর নম্র অবয়ব,
অমীমাংসিত,
কী ধীরে ধীরে ফিরে যাচ্ছে....
তাবিজের মতো লুকিয়ে, তার কষ্ট.....।

(২৫.০৯.২০২৩)

আমার মূল ইংরেজী কবিতা: The way she talks।

The way she talks....
as if a sweet bird sadly singing.
as if she's so sorry for the troubles
that we are having,
her face goes red like an apple,
not her fault,
but like a prayer in a chapel,
she seems to be apologizing.
not her burden,
but to carry it for calmness,
she's so abiding.
the tone of her voice tears your heart
and your hands wants to reach for her
in the deepest of adoring.
she tries so hard
to hold back her tensions
and accepts on her shoulder
all the blaming.
not guilty, but in the mistakes,
in embarrassment, her sweet smiling,
wants you to rescue her like a little bird
from all our schemes of
trapping and caging.
in quiet and hesitant feet
she will come and stand in front of you,
as if she does not want to disturb
even a leaf of a tree.
being fallen in great thunder and lightning
but she will state her prayer
so submissive and surrendering.
in sympathy an ocean inside you
will start bewailing...
and right at that moment
you would want to make her,
a spoiled and pampered princess
of a kingdom eternally shining.
but you can't
and you helplessly hear your heart
breaking....
as you see her pretty meek shape,
unresolved, so softly returning,
hiding like a cross, her hurting....

(25.09.2023)

Copyright © Marshall Iftekhar Ahmed | Year Posted 2023