অনেকগুলো বছর আটকে থাকা শ্বাস থেকে
সে নিশ্বাস নিতে পারলো।
সমস্ত অস্তিত্ব থেকে নেমে গেলো ভারী শেকলে
বন্দীত্বের ভার ।

একটি সুমধুর সঙ্গীতের মতো হেসে উঠেই
সে চলে যেতে পারলো অবশেষে ।
মুক্তির মুহূর্তে চারিদিকের দেয়ালগুলোও
যেন হয়ে উঠল এক একটি অপূর্ব আকাশ।
বাতাসে ফুলের মতো সামান্য মাথা দুলিয়ে
আর একটি শান্ত নদীর মতোন হেসে উঠে সুখে
সে বয়ে যেতে শুরু করলো
একবারও আর পেছনে না তাকিয়ে।

বাধ্য করে রাখার লিপির
শেষ দৃশ্যটি ধারণ সম্পূর্ণ হতেই
দেখলো লোকটি,
বৃক্ষে বসা একটি পাখির মতো মেয়েটি হঠাৎ নেই।

(১০.০৭.২০২৪)