কী আর বলি ভাই !
এ অকবির ঘোরাঘুরি আর
কোনো অভিজ্ঞতা নেয়ার তকদির নাই ।

আছে মহা আলস্য,
এবং উৎসাহেও করেছি বারে বারে ফেল,
তবে অবশেষে আমি, যা বলতে পারো তুমি,
"বেকুব নাকি, এখনো চড়ে নাই",
চড়েছি মেট্রোরেল ।

বলতেই হবে উন্নয়ন,
যতই থাকুক সে শব্দে এলার্জি
যতই বাতিল করুক বিদ্রোহী আঁতেল,
প্রত্যহ যাতায়তে এই মেট্রোরেল
দিয়েছে বহু জনগণকে মহা মুক্তি,
নেই এখন তাদের
ট্র্যাফিক জ্যামের জেল কিংবা হেল ।

(২৪.০১.২০২৫)