যতটুকু প্রয়োজন সেটুকুই যেন দাও
নতজানু কৃপাপ্রার্থীর মতো গণ্য করে
ভালোবাসার মোহন রূপেই যেন দৃশ্যমান
ও দৃশ্যায়িত থাকতে চাও ।

বাকিটুকু,

গুপ্ত রহস্য লিপির অর্থ উদ্ধারের মতোন
হতবাক করে দেয়া তোমার নিয়মাবলীর পাঠ,

যেখানে ধর্মের শ্লোকের মতো
প্রতিটি নিয়মের শেষে বারে বারে উল্লিখিত,
"মেনে নাও, মেনে নাও" - নির্বিবাদ ।

(২৫.০৩.২০২৫)


(একাত্তরে বধ্যভূমিতে নিয়ে যাবার মতো / বাঙালির চোখ আজ বাঁধা । / ১৬ই ডিসেম্বর, একুশে ফেব্রুয়ারি, ৭ই এবং ২৬শে মার্চ / যেন আর দেখতে দেবে না / সূর্যের মতোন বাঙালির সত্যগুলো / যেন আর উদযাপিত হতে দেবে না । - মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের বাঙালিদের জানাচ্ছি শুভেচ্ছা।)