দেহে মেখে নেবো মৃত্যুখানি
আমি মূলত প্রেমের কবি !
জানে সবাই এবং তুমিও জানো সুশীল রমণী ।
তাই খুব ইচ্ছে বলি, রাগ কোরো না গো তুমি ।
এবং জানে এই জঘন্য পৃথিবী, আহা রে জীবন !
তোকে আমি কী যে ঘৃণা করি ।
তবে আমি ভালােবাসি বাংলাদেশ,
আর ভালােবাসি এ জান কোরবান করে দেয়ার মতোন
মহান শেখ মুজিব।
এবং এই যে বলছো উগ্রবাদী
কেনো রুখেনি তাঁর মেয়েটি ?
আর বুক ভাঙ্গে দেয়া ঐ পিতাটির অসম্মান
তার দায়টিও তাঁর দুহিতার __ স্বৈরাচারী শাসন নীতির ।
তাই আসুক যতই মৌলবাদী
বলবো, তোমরা নও বাঙালি,
এরপর হবো মুক্তিযোদ্ধা, দেহে মেখে নেবো মৃত্যুখানি ।
(০৮.০৮.২০২৪)
""স্বাধীন" এর নিরভিমান ডাকাত
সমস্ত পাড়ার সাথে
জেগে ছিলাম প্রহরায় "স্বাধীন" এর এই রাত,
কেননা "স্বাধীন" এর প্রতি অভিমানে
পুলিশ-শূন্য এ রাতে ধৃত হয়েছিলেন কিছু
"স্বাধীন" এর প্রতি নিরভিমান ডাকাত !
(০৮.০৮.২০২৪ - ভোর ৫:৩৫)