মেঘনার বুকে ওঠে ছোট ছোট ঢেউ
জিজ্ঞেস করে, তোকে ভালোবাসে কেউ ?
আমি বলি, ভালোবাসা তোর ঐ জল,
ভালোবেসে ডুবে মরে লাভ কী বল ?

(২৩.১০.২০২২)


আকাশের নীলে ভাসে কারো কালো চোখ
মেঘ এসে দাবী করে বৃষ্টিই হোক
বৃষ্টির দিন এলে ভিজে যায় মন
সেই মন দাবী করে শুধু আলাপন ।

(২৪.১০.২০২২)


ভালোবাসার ভার তুলে যাই তবু আমি দোষী
একটুখানি নেই রে আদর শুধুই গড়িমসি
যেটাই বলি ভুল হয়ে যায় অশ্রু শুধু ঝরে
তবু যেন ভালোবেসেই তোমার প্রেমিক মরে।

(২১.১০.২০২২)