২.

মায়ের মতো বাংলাদেশে
যায় রে স্বাধীন সূর্য হেসে !
কিসিঞ্জারকে ভেঙচি কেটে
বাঙালিরা গর্ব ঠুকে
বিশ্ব মাঝে বেড়ায় চষে
স্নিগ্ধ কোমল শ্যামল বেশে ।


৩.

মায়ের মতো বাংলাদেশে
চলছে বিভেদ সর্বনেশে !
খুলছি টেনে মায়ের মান
করছি মায়ের রক্ত পান।

রাজনীতির এই খেলার মাঠে
খেলছে সবই কু-সন্তান ।


(১৫.১২.২০২৩)