এ কী যে এক বিষাদের বিস্ময় !

যেখানে বিশ্বের প্রতিটি স্বদেশ
তাদের সুখের জন্য ঐক্যবদ্ধ হয়...

সেখানে মায়ের মতো বাংলাদেশ
তার বুক জুড়ে আমাদের দুঃসহ বিভেদে
প্রতিক্ষণ শুধু কষ্ট আর ভয় ।

(১৪.১২.২০২৩)