(১)
সুখ দিল মায়া মায়া কথাগুলো
দীপ জ্বলা হৃদয়ের দ্বীপগুলো
মায়া ভরে দীপ আলো জ্বেলে দিলো
জেগে গেল ঘুমে থাকা তারাগুলো
কবিতার পথে প্রেম এনে দিল।
(২)
গোলাপের তোড়া হাতে দাঁড়াও সুন্দর
তবে আমি একা এক গ্রহের ভেতর
দূর থেকে দূর শুধু খুঁজে চলি
যদি পাই গোলাপের দিনগুলি ।
(২২.০৩.২০২৩)