(১ )
এক দুই তিন চার
মানুষেরা নয় কখনো হারবার।
পাঁচ ছয় সাত আট
জীবনের খানাখন্দ করে মানুষেরাই ভরাট।
নয় দশ থেকে একশো
মানুষ ব্যতীত বড় নিঃস্ব এই বিশ্ব।
(২)
এক দুই তিন চার
স্রষ্টা ছাড়া আমাদের কে আছেন আর।
পাঁচ ছয় সাত আট
ধর্মের আলোতে নাও জীবনের পাঠ।
নয় দশ থেকে একশো
বিধান এই যে, পৃথিবীতে বুনো স্বর্গে কেটো শস্য ।
(০৮.০৫.২০২৩)