আজ সন্ধ্যায়
আমার শহরে হাঁটবো একাকী
খুঁজে নেবো মানুষ বন্ধুরূপ কিছু নারী
যারা আমার আজন্মকাল সব দুঃখে
হবে অশ্রুসজল আর সহমর্মী
হবে আমার দুঃখবাদের ধর্মে তারা
দারুণ দীক্ষিত ধর্মী।

প্রতিটি বিষন্ন সন্ধ্যায়
ভেঙে দিতে আমার নিঃসঙ্গতার আরশী
সেইসব মানুষ বন্ধুরূপ নারীরা হবে
আমার কবিতার প্রশংসায় অপ্সরী
আর খুব ভালো লাগা মুখর আড্ডার
নিবিড়তম সঙ্গী ।

কেউ যদি প্রশ্ন করে ঈর্ষায়,
উত্তর দেবো ওরা শুধুই মানুষ, বন্ধু
আমি ভাবি না তাদের নারী।

যে উত্তর তুমি দিয়েছিলে
তোমার মানুষ বন্ধুরূপ পুরুষদের ক্ষেত্রে,
সেরকম উত্তর ছাড়া
আমিও আর কী ব্যাখ্যা দিতে পারি ?

(১১.১১.২০২২)