আমাকে দাও প্রতিদিন একটি রাত,
আর দাও একটি ফুটপাথ, খুব নির্জন
যেন আমার একাকীত্বকে করতে পারে ধারণ।

জ্বলুক কিছু রাস্তায় বিষন্ন বাতি
ক্রেতা শূন্য ঝলমলে কিছু বিপণী বিতান
ছুটে পেরিয়ে যাক মাঝে মাঝে
না হয় দু'-একটি নিঃসঙ্গ চালকের যান।

যন্ত্রের মতো বস্তুবাদী মানবের ভীড়হীন
সেই রাতের ফুটপাথে, নিজেকে আমি
ভাবতে চাই নিজের মতো করে
পৃথিবীটাও ভাবুক আমাকে
                     আমারই মতো করে।

বস্তুবাদী মানবের বিলাসী যন্ত্রের মন
প্রযুক্তিবাদী জীবনের যুক্তির আঘাতে
আমাকে উদ্ভট আর অপ্রযোজ্য প্রমাণ করে।
আমাকে অপরাধী করে তোলে।

তাই এই রাত, এই ফুটপাথ
এই মানবিক নির্জনে হেঁটে যাওয়া আমাকে,
প্রযুক্তিহীন আহত আমার রক্তের হৃদয়টিকে
এই পৃথিবী যেন
তার আদিম পরিচয়ে পরিচর্যা দান করে।

(২৩.০৭.২০২৩)