হৈ, কে যায় ?
এই জীবনের মানব আসামী যায় ।
কোথায় যায় ?
এই জীবনটার বুকে হানতে বজ্র বিদ্যুত
দারুণ বিবমিষায় ।
হানতে কোথায় যায় ?
জীবনের পথ থেকে মৃত্যুর দরজায়....
তারপর যেমন বলে, আসামী নাকি দাঁড়াবে কাঠগড়ায়....
তাই প্রশ্নের বাণ মুঠিতে নিয়ে প্রস্তুত আছি অপেক্ষায়
মুখোমুখি হবার আজন্ম বাসনায় ।
(৩১.১০.২০২৩)