মাঝে মাঝে
একা হয়ে যেতে ইচ্ছে করে ।
কে যেনো বলে
একা হতে এই বুকের ভিতরে ।
তবুও যখন দেখি চলছে জীবন,
বেঁচে থাকার এই সুন্দর আয়োজন
ইচ্ছের ঘড়িকে থামিয়ে দিয়ে,
ঝাঁপিয়ে পড়ি বেঁচে থাকার সুন্দরে ।
জীবনের যত কামনা-বাসনা
এক জীবনে সব পূর্ণ হয় না ।
জীবনের এক অমোঘ নিয়মে
দুঃখ-কষ্টরা ফিরে ফিরে আসে ।
অভিমানগুলো কান্না হয়ে ঝরে,
তখন খুব
একা হয়ে যেতে ইচ্ছে করে ।
পূর্ণতা আছে অপূর্ণতার পাশে
ওখানেই যেনো এ জীবন হাসে ।
শত রকমের দুঃখ-বেদনার মাঝে
মানুষ আবার জীবনকেই ভালোবাসে,
বেঁচে থাকার প্রতিটি প্রহরে
নিজের স্বপ্নগুলোকে সঙ্গী করে ।
(১৩.০১.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)