আমি এক মাছ শিকারী,
টোপে গাঁথি মৎসকুমারী;
দলে দলে ছুটে আসে মাছ,
রান্নার করি তদারকি,
কাটতে থাকি আর্তনাদী গাছ ।

আমি এক সুনামী মাছ শিকারী,
আমার জেবে, মৎসদেবের, খোঁয়াব ভড়ি;

আমার আবেগ মৎস শিকার,
আমার নাই বৈধতার বিকার।

(১৪.০১.২০২১)