এ ঘর এ আঙিনা এ জীবন কেনো ?
যারা খুব নিঃসঙ্গ
তাদের মাঝে আমরা কেউ কেউ তা জানি না ;
শুধু জানি মা,
তুমি ঈশ্বর শক্তির মতো এখনো আছো
তাই ভেঙে দিতে চাইলেও ভাঙি না;
যেদিন তুমি থাকবে না,
নিঝুম চরাচরে নেমে আসবে বন্যা
নামবে নিথর আঁধার
জেগে উঠবে চারিদিকে
স্তব্ধতার অবশ পাহাড়,
সেদিন তাদের থামাবো কি করে
মা, আমি কিন্তু জানি না।
(২০.০৫.২০২২)