এবার কবিতা লিখবো
মুক্তি পেলে।

লিখি এখনো তবে তা,
কোনো কুকুরও এসে চাটে না,
ঘেটে দেখে না কোনো ঘুঁটে কুড়ানি,
নাক চেপে পালায় সবাই,
বিরহে পোড়া দুর্গন্ধে।

যখন দেবে, আমার কবিতারা
চুম্বনের লোভ ছেড়ে
মাখবে দুই হাতে শ্রমিকের ঘাম,
অভিমান ছুঁড়ে হবে মাটির সৈনিক।
বেয়নেটের মতোন বাক্যে
খুঁচিয়ে ভাঙাবে ঘুম এ রাষ্ট্রের,
গণতন্ত্রের পিন্ডিটা চটকাতে চটকাতে
বলবে জনতাকে, যা শালারা দাঁড়া রাজপথে !
শিখে নে নতুন করে
আমৃত্যু লড়াই দ্রোহী ও দানবে।

উপগত সুখের মতোন সৃষ্টি করবে
নানাবিধ রূপক ও চমকিত অনুভব
পালবে তোঁয়াজের কাক,
বুকে ঠোঁটে মেখে নেবে রমণী ও বেশ্যারও পুলক।
মুক্তি পেলে, আমার কবিতাগুলো হবে
কবিত্বের বহুগামী শিৎকার উৎসব।

তখন আমার কবিতায়,
ভালোবাসা চিহ্নটি জ্ঞাপনে হ্যাংলা হবে
তোমার কৌশলী যত দর্শন ও যুক্তি ।

লক্ষ্মীটি, কখন দেবে মুক্তি?

(৩০.০৫.২০২৪)