যতবার ভালোবেসেছি, ঈশ্বর হেসেছেন ।

কেননা পূর্বেই তিনি হাসতে হাসতে
স্বর্গের দোয়াত ও পালকে লিখেছেন,

রমণীর মারণাস্ত্র আর
যুদ্ধ নগরীর মতোন ছারখার হয়ে যাবার
গল্প ।

লীলায়িত ভঙ্গিমার ইতিহাসে
দেখিনি থমকে যাওয়া এতটুকুও অল্প  ।

(২০.০৩.২০২৫)