বেড়াতে এসেছিল যারা,
ছিল কয়েকটি নিম্নবিত্ত যুবতী মেয়ে,
সামনের জমিনের কেয়ারটেকারের ঘরে ;
গতকাল সন্ধ্যায় ছাদে সিগারেটের বিলাসী অবসরে
সন্দেহ করেছি যাদের দেহপসারিণী বোলে ;
আজ সন্ধ্যায়
প্রান্ত জীবনের ব্যাকুল বিদায় বেলায়
"আহারে কাইন্দ না, কাইন্দ না, আবার আসিও"
শব্দধ্বনি যখন দু'কানে
বাংলাদেশের আবহমান আত্মীয়তার সুধার মতো ঝরে পড়লো
তখন তা ঘৃণার তীক্ষ্ণ সূচ হয়ে
আমার কুটিল শহুরে হৃদয়টি খুঁচিয়ে রক্তাক্ত করে দিলো ।
(৩১.০১.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)