পৃথিবীতে একদিন থাকবে না গান
বইবে না হৃদয়ে মানবিক গল্প
কথারা পাবে না কবিতার স্নান
থাকবে শুধু আত্মাহীন কিছু শিল্প ।

চিহ্ন চারিদিকে
ভবিষ্যতে ভয়ংকর প্রভু হবে আজকের বিজ্ঞান ।
মানব জাতিকে পরাবে শৃঙ্খল,
করবে নিয়ন্ত্রণ
মানুষের সৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাণ ।

(০৫.০৫.২০২৪)