আমি শহরেই ফেলি অশ্রু, কেঁদে যাই কান্না,
এ শহরের অঙ্গ-উপাঙ্গ তা গ্রহনে হয় আমার অনন্যা ।
পারেনি নিতে নদীর পাড়, কোনো অরণ্য, পাহাড়
নিতে পারেনি কোনো সমুদ্র চোখের অশ্রু আমার ।

শহর নিলেও তা নয় তেমন কিছু তাৎপর্যপূর্ণ
কেননা দর্শনে বাখোয়াজ রাজ্যে সবই হয় ক্ষুন্ন
স্বপ্ন, প্রেম, আকাঙ্খা যখনই ঝরে ঝরে পড়ে
সবার অলক্ষ্যে মিশে যায় মুহূর্তে শহরের শরীরে ।

কোথাও নেই অশ্রু আমার, নদী, সমুদ্র, পাহাড়ে,
এবং থাকেনি অশ্রু ধারার চিহ্ন শোষণকামী এই শহরে ।

(২০.১২.২০২৪)

** অন্তৰ্জালে বিচরণকালে Brazilian author Paulo Coelho এর 1994 novella টির শিরোনাম By The River Piedra I Sat Down and Wept চোখে পড়লো। পড়িনি, কবিতাটি লেখার আগে মাত্র বইটির প্রচ্ছদ দেখেছি প্রথম। সেটা দেখেই আমার নিজস্ব অনুভবের প্রকাশ এই কবিতাটি। আর কিছু না।