দৃষ্টিকে দেবো না আর বৃষ্টি ;
এ অস্তিত্বে উচ্চকিত হবে না প্রেমের কৃষ্টি ;
রুখে দেবো হৃদয়ের অতর্কিত আবেগী প্লাবন ;
মনে নেই কারিগর জোড়া দেবে এই মন ।

সমস্ত ক্ষণের প্রবাহে থাকবে না আলোড়ন
হেঁটে যাক আনন্দে কথা না রাখা প্রিয়জন।

(২৬.০২.২০২৩)