নিঃসঙ্গতা নিয়ে অভিযোগ নেই ।
সহস্র বছর অন্ধকারের মতো যখন
করেছি ধারণ ।
পরিচিত পথিকের মতো ক্লান্ত কত কবিতার পথে
বহুবার হলোই যখন উচ্চারণ ।

তবুও সামান্য প্রেম এঁকে দিও নিস্তব্ধ আকাশে,
সামান্য বন্ধুত্ব নদীর নীরব জলে,
আর সুকোমল অনুভূতি ছড়িয়ে রেখো সামান্য কিছু
রেগে থাকা এই কংক্রিট শহরের বাতাসে ।

মাঝে মাঝে প্রয়োজন হয় এই সামান্য অবলম্বন
যেন বিভ্রম না আসে,
যেন করুণ অথবা কাঁটার মতোন অযাচিত
না এসে দাঁড়াই তোমাদের কোলাহলে ।

(১৩.১০.২০২৪)