কিচ্ছুই বলবে না, বাধা একদম দেবে না,
কাঁটাতারে ফেলুক সজ্জিত করে যত ইচ্ছে
সীমার সীমানা ।
ঝুলিয়ে রাখুক আমাদের ফেলানীর দেহখানা ।
টু শব্দ করাও আমাদের মানা ।
শেষ হয়নি, কখনো হবেও না, ঐ সেই
পাঁচ যুগ আগের একাত্তরের দেনা !
বাঁধ গড়বে, বাঁধেই ভাসাবে, হাওয়া খেয়ে বেড়াবে
করিডোর কাননে,
সমরের বস্তু, পেঁয়াজ ও শাড়ি সমস্ত ওদেরই কিনবে,
ওরা যাকে চায় তাকেই এ দেশে তুমি মানবে,
চুক্তির খেলাতে ওরা কুরুক্ষেত্রের মতোন হানবে,
বাণিজ্যের ভেলাতে ওরাই বেশী বেশী করে টানবে,
তিস্তা থেকে মংলা যতকিছু সব ওরাই বানাবে,
দিতে হবে পদ্মার ইলিশ তবে তিস্তাকে কভু পাবে না,
কৃতজ্ঞ কৃতজ্ঞ বলে মুখে শুধু তবু
                      উঠাতে থাকবেই ফেনা,
আর করদ রাজ্যের মতোন
                      একদম কথা বলা মানা ।

(২৫.০৮.২০২৪)