তোমার ভীতি ও সমঝোতাগুলো জানি,
তুমি মমতার যোগ্য কী সুন্দর দুরন্ত হরিণী
হয়ে উঠতে উঠতে
হঠাৎই উদঘাটিত হয় অনুরাগ মনোযোগী চোখে
তোমার নিভৃত অহংকার ।
তখন তোমার নীতি-ভীরু সত্তা অনুভূত হয়ে ওঠে
বেশ কিছুটা শক্তিমত্তার ।
কবিতার শব্দ বাক্য প্রেম দিয়ে
তোমাকে নিয়ে নির্মিত কিছু কিছু ভাস্কর্য তখন
মনে হয় বাড়াবাড়ি এবং অপসারণে উদ্যত হতেই
থামায় আমাকে
এবং ফেরায় আবারো সেই মমতায়
কোমল পালকে লুকোনো দুঃখগুলো তোমার ।
(০২.০৪.২০২৫)