আমি ঘুরে বেড়াই
তোমার বিশ্বে ।
আর বারে বারে নুয়ে পড়ি
আহত হয়ে ।

আমি তাকাই প্রার্থনার মতো
বিকেল আর সন্ধ্যার মুখে ।
তারা নিঃসঙ্গতার কোমল চিহ্ন
এঁকে দেয় এই বুকে ।

(২২.০৫.২০২৪)