কবিতার একটিও নতুন বিষন্ন চরণ
গড়ে ওঠে না হৃদয়ে
ছুঁড়ে দেবো বোলে ঐ ওপরে আকাশে তোর দিকে
অথবা তা ফুটে থাকবে
একটি নিঃসঙ্গ নিবিড় কলমি ফুলের মতন
যেন তোর জন্য ভালােবাসায় একিরকম আছে
আমাদের কোমল হৃদয় আর বেঁচে থাকার সমস্ত ক্ষণ
অথচ যখনই মনে পড়ে
পা যে রাখি অতলান্ত দুখের সাগরে
যখন ঈশ্বর ডাকে, কী আর করার থাকে
একদিন ভালোবাসতাম খুব যাকে
আজও এখন যেমন দেখি মুগ্ধ চোখে
সেও দেখতো হাসতো পাশ ঘেঁষে হেঁটে হেঁটে
প্রতিদিন আমাদের সরল সুন্দর জীবনের
এইসব সামান্য আয়োজন ।
তোর স্বর্গ উদ্যানে সহস্র রকমের ফুল
স্পর্শ করিস যেমন,
ছুঁয়ে যাস আজ না হয় একবার,
তোর জন্য ফুটে থাকা প্রভাতের
এই কলমি ফুল,
আর বলে যাস, তুই আছিস কেমন ?
(০৭.১১.২০২২)
** আমার প্রিয়তম একজনসহ তার বন্ধুদের এক বন্ধু'র স্মৃতিচারণ ভালোবাসায় আর শোকে, আমাকে স্পর্শ করে, অকাল প্রয়াত সে অচেনা মানুষটিকে নিয়ে কবিতাটি লিখি।