ধন্যবাদের মাঝে দুঃখ লুকোনো ছিল, রেখেছিলাম।
অভিমানও ছিল বেশ, কয়েক যুগ স্তব্ধতার মতো ভীষণ ভারী।
তবে সে বুঝতে পারেনি।
তার উত্তপ্ত প্রখর নীল আকাশের নীচে, সে হিসেব কষলো,
ফলালো কিছু রক্তফল।

তাহলে এবার আমাকে ঘুমোতে দাও। দেবে?

সৌভাগ্যবান কারো কারো ঘুমের মতো
আমারও ঘুমে ঈশ্বর এসে, হয়তো বলবেন "এসো"।
আমি তাকেও জানাবো "ধন্যবাদ"।
তিনিও বুঝে নেবেন ধন্যবাদের মাঝে মিশে আছে
অসীম আনন্দ, কৃতজ্ঞতা।
বুঝবেন না, বেঁচে থাকার সময় কখনো কখনো  
হৃদয় খেয়ে ফেলা প্রবল ক্রোধের চেয়ে
              অনেকের চলে যাওয়া অনেক আনন্দের।
বাকী সকলের জন্য খুব স্বস্তির।
যারা পৃথিবীও ছাড়তে চায় না, স্বর্গও না।

তুমি নিশ্চয়ই তাদের মতন না।
না হলে গ্রামীণ মাচার তলে ছায়াদের কারুকাজে
তুমি কখনো এমন সুখী হতে না!

(১২.০৭.২০২২)