আমার কবিতার নীড় ভেঙে গেছে,
লুকিয়ে রাখা
অপ্রত্যাশিত এক বিশ্বাসঘাতকতার কারণে,
যেমন ভেঙেছে কারো গল্পের, সমর্থনের,
মতামত, দর্শন অথবা নিছকই পছন্দের নীড়,
যা ছিল নির্ভরতায় নিভৃত কিংবা প্রকাশিত,
এমনই অগণিত আজ যেন নীড়হারা
এই বিপুল মতদ্বৈত, বিভাজন ও  দিকবিহীন
জন অরণ্যে ।

অথচ আমার কবিতাকে বাঁচতে হবে,
কেনো সে দিকভ্রান্ত পথিকের মতো অশরণ
হাঁটবে শুধু সেই শেষ নিয়তির পথে, তাৎপর্যহীন ?

আমার কবিতা, কারো গল্প,
সমর্থন, মতামত, দর্শন বা নিছকই পছন্দ
হঠাৎই হয়ে যেতে পারে না পুরোটাই অর্থহীন।

যতই অধিগ্রহণ করুক না এসে কোনো সংগ্রামী দিন ।

তাই আমার কবিতা হয়তো যাবে
কাছাকাছি কোনো সুহৃদ বিকল্প নীড়দের রাজ্যে,
শ্বেত কণিকার মতো বাঁচাবে আবহমান কিছু
নিবিড় আদর্শ । সমঝোতা, শত্রু
ইত্যাদি সব সম্ভাব্য তীব্র ভর্ৎসনার মাঝেও যাবে,
এবং যাবে শুধু একটিমাত্র কারণে,
যেন আমাদের কবিতার এবং আমাদের গল্পের
এই সরল সবুজ জন অরণ্যের
সম্পূর্ণ বিবর্তন কিংবা বিনাশ কখনো না ঘটে ।

(৩০.০৮.২০২৪)