বৈশাখী বেণীতে দোলে
নাগিণীর মতো বিশ্বাসঘাতকতা ।
মিথ্যেবাদী রূপকথার রাণীর মতো
তুমি বলো, তুমি যাও না, যাও না।
অথচ প্রতিটি বৈশাখেই
ঐ চতুরের আমন্ত্রণে
তুমি লাইলির মতো খুশিতে আটখানা।
বটের তলায় পান করো চতুরের দ্রাক্ষারস,
দুর্বল শাসনের দৌলতে ছিঁড়ে ফেলে
সংসার নিয়ম, যত্রতত্র হও
কত চতুরের সাথে আনন্দে অবশ।
গির্জার প্রচন্ড ঘন্টার মতোন
আহবান করো আসঙ্গ-সুখের স্বাধীনতা।
চরমপন্থীর মাটি নয়, না হলে থাকতো না
ঐ দুইটি শৈল্পিক ডানা ।
ব্যাখ্যাদের ঐ সতী সতী হাঁকের আড়ালে
কোন্ ক্ষুধা নিয়মিত নেভে, তা নয় আর অজানা।  
বন্ধু আসক্তির যত অজুহাতের খোঁয়ারে তাই
কবিতারা দেয় আজ অজগরের মতোন হানা।

(০৮.০৫.২০২৪)