আকাশের বুক ঘেঁষে দাড়িয়ে আটালান্টা
বহু নীচে আমার বুকের কাছে বাউল শহর।

রাখালের মতো খোঁজে এক কবি
                        রূপকের চারণভূমি,
শিকারিনী দেবীটির চোখে
          অনর্থ তার কবিতার সহস্র সমর।

(১৭.০৫.২০২৩)