আমার কবিতার একটি বাক্যেরও বেদনা
জাগায় না তোমার মাঝে এক মুহূর্ত কান্না ।
অথচ তোমার যত বন্ধু কবিদের কবিতার
সামান্য শব্দের হাহাকার
এনে দেয় তোমার ঐ শৈল্পিক অস্তিত্বে
অতলান্ত অশ্রুর বন্যা ।
ঈশ্বর সভার প্রধানা প্রেমের দেবীর মতো
তোমার কবিদের কবিতার রক্তাক্ত হৃদয়
গভীরতম সম্পর্কের মধুরতম সব সমৃদ্ধ সহমর্মী বাক্য দিয়ে
অবিলম্বে করে দাও উপশম ।
অথচ আমার কবিতার রক্তাক্ত হৃদয়
তুমি শিকারীনি দেবীর মতো
বিষ মিশ্রিত নির্মম যত তিরষ্কারের সুতীক্ষ্ণ বাক্য ছুঁড়ে
তৎক্ষণাৎ মৃত করে দিতে দুর্দান্ত পারঙ্গম ।
(০৬.০৩.২০২৪)