সুনীলের বাক্যগুলো গল্পে কবিতায় খুব ঝরঝরে,
যেন ছুটে চলছি আনন্দে একটি মসৃণ পথ ধরে ।
ঠিক তেমনই যে বাক্য তুমি এ অনুরাগ অন্তরে,
দেখলেই হই ওলট-পালট মুহুর্মুহু কবিতার ঝড়ে ।

(১৮.০৩.২০২৫)