কবিতার হৈ চৈ একটি জগতে
প্রবেশের অপেক্ষায় কেটে গেলো এবং যাচ্ছে
ফুরিয়ে জীবন ।
কত যে কবিরা ওড়ালো স্বীকৃতির সমৃদ্ধ নিশান
অথচ হয়তো অনির্ণীত কলম অদক্ষ কালিমায়
কিংবা সম্পাদক তোঁয়াজ চর্চার ব্যর্থতায়
বা নিছকই গোষ্ঠীবদ্ধ কবি চক্রের ঈর্ষায়
ছিল ললাটে অঙ্কিত প্রবেশও বারণ ।

করুণ কাব্যিকতার মতো
আমার এ অপেক্ষার চারপাশে বয়ে গেলো
এবং যাচ্ছে বয়ে
তৃপ্ত আদম-হাওয়ারা শন্ শন্ শন্ শন্ ।

এমনকি বুঝতে পারেনি সে যন্ত্রণা
শিল্প সম্ভোগী তোমার মন,
বুঝলে হয়তো থেমে যেতো, অপেক্ষার
আরো একটি দহন ।

এবং কবিতার হৈ চৈ জগতে
প্রবেশ নিষেধের যে অনল অপমান, হতো সহজ
সে দগ্ধতা ধারণ ।

(০৪.০১.২০২৪)