দু'একটা আল-ছাল লিখলে
ডেকে উঠবেই কিছু তোঁয়াজের কাক।
কালিতে কিছু গালি ঢেলে দিলেই
কবি বোলে শুঁকবে যেন রাষ্ট্রসংঘের নাক।
যদি দেয়া যায় কিছু যৌন সুড়সুড়ির বাক্য
তবে যেন হলুম নির্মলেন্দু একদম ঠিকঠাক।
কবিতা আজকাল ওটার মতো সস্তা মূলা
যা তা লিখে গাধার মতো চিবাতে থাক।

(০৪.০৫.২০২৪)
(*এন্টি-কবিতা - সম্পাদিত)